দেশজুড়ে

গুরুদাসপুরে ৯ ইটভাটা মালিকের ২৮ লাখ টাকা জরিমানা

নাটোরের গুরুদাসপুরে দিনভর অভিযান চালিয়ে ৯ ইটভাটা মালিককে ২৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রোববার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এমজেডএম ব্রিকসের মালিককে চার লাখ টাকা এবং বাকি ভাটামালিকদের প্রত্যেককে তিন লাখ করে জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নাটোরের পরিদর্শক মো. বোরহান উদ্দিনসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের চৌকস বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম