আন্তর্জাতিক

তিনবার কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী

ভারতের মহারাষ্ট্রের পারভানী জেলায় তৃতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে পারভানী গঙ্গাক্ষেত নাকাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা মহারাষ্ট্র শহর থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী কুন্ডলিক উত্তম কালে তার স্ত্রী ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে আসেন। আর্তনাদ করতে থাকেন।

ময়নার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। উদ্ধার করে তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত দগ্ধ হওয়ায় পথেই ময়নার মৃত্যু হয়।

ময়নার বোন পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, তৃতীয়বার কন্যা সন্তান জন্ম দেওয়া কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে আবারও ঝগড়া বাধলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Advertisement

ঘটনার পরপরই অভিযুক্ত কুন্ডলিক পালিয়ে যায়, তবে পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসএএইচ

Advertisement