বিপিএলের ১১তম আসর শুরু হতে মাত্র বাকি ১দিন। আগামীকাল সোমবার পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের। কিন্তু জমজমাট এই টুর্নামেন্টের টিকিট কখন কীভাবে পাওয়া যাবে, তা আজ সকালেও জানতেন না দর্শকরা।
Advertisement
অনলাইনে নাকি সশরীরে কিনতে পাওয়া যাবে, সে তথ্য ছিল না দর্শকদের কাছে। যে কারণে অনেক দর্শক পূর্ব ধারণার বশবর্তী হয়ে টিকিট সংগ্রহের জন্য শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে সারিবদ্ধবভাবে দাঁড়ান। উদ্বোধনী ম্যাচে যেহেতু বাড়তি একটি উত্তেজনা থাকে, তাই এই ম্যাচ গ্যালারিতে বসে দেখার আশায় তাদের এই কায়িক শ্রম।
কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে দর্শকরা জানতে পারেন, এখানে টিকিট পাওয়া যাবে না। কর্তৃপক্ষের কাছে এমন তথ্য জানার পর রাগে অগ্নিশর্মা হয়ে যান তারা। এক পর্যায়ে স্টেডিয়াম চত্ত্বরে ভাঙচুর চালানোর জন্য উদ্যত হন বিক্ষুদ্ধ দর্শকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটানো থেকে নিবৃত্ত করে কর্তৃপক্ষ।
বেলা সাড়ে ১১টার দিকে টিকিট সংগ্রহের উপায় জানিয়ে দেয় বিবিসি। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি ঘোষণা করে, সশরীরে ও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
Advertisement
আজ বিকেল ৪টা থেকে ৬টায় পর্যন্ত সশরীরে টিকিট কিনতে পারবেন দর্শকরা। আাগামীকাল এই টিকিট পাওয়া যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মধুমতি ব্যাংকের ৭টি শাখায় এসব টিকিট পাওয়া যাবে।
যেসব শাখায় উল্লেখিত সময়ে টিকিট পাওয়া যাবে।
১. মিরপুর শাখা (মিরপুর ১১)২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)৩. উত্তরা শাখা (জশিম উদ্দিন রোড)৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)। ৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)৬. কামরাঙ্গীর চর শাখা৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)
এবারের বিপিএলে সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা, সর্বোচ্চ দাম ২ হাজার টাকা। ১১টি ক্যাটাগরিতে এসব দাম নির্ধারণ করা হয়েছে।
Advertisement
১. গ্র্যান্ড স্ট্যান্ড (নিম্ন): ২ হাজার টাকা ২. গ্র্যান্ড স্ট্যান্ড (উপর) :২ হাজার টাকা ৩. আন্তর্জাতিক গ্যালারি উত্তর (মিডিয়া ব্লক): ১ হাজার টাকা৪. আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১ হাজার টাকা৬. ক্লাব হাউস দক্ষিণ (শহীদ মোশতাক স্ট্যান্ড): ৫০০ টাকা৭. ক্লাব হাউস উত্তর (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা৮. দক্ষিণ গ্যালারি: ৩০০ টাকা৯. উত্তর গ্যালারি: ৩০০ টাকা১০. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন): ৬০০ টাকা
অনলাইনে টিকিট পাওয়া যাবে এই লিংকে। https://www.gobcbticket.com.bd/
এমএইচ/এমএস