বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আল-হাইসাম সায়েন্স ফেস্ট। এই আয়োজন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
Advertisement
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টা ১৫ মিনিটের দিকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
জানা যায়, এই ফেস্টে পর্যায়ক্রমে স্টলগুলো বরাদ্দ পাবে নতুন নতুন অংশগ্রহণকারী। অনুষ্ঠানের প্রথম দিনের সমাপনী অনুষ্ঠান বিকাল ৪ টায় শুরু হবে। মাগরিবের পর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন>>>
Advertisement
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট সাজানো আছে। আর অংশগ্রহণকারীরা দর্শনার্থীদের তাদের প্রজেক্ট সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন। আয়োজিত ফেস্টে অনেকে নিয়ে এসেছে ড্রোন, সায়েন্স বুক, বায়ুদূষণ রোধে হাইড্রো রোভার, পানি বিশুদ্ধকরণসহ নানা আবিষ্কার। আয়োজনে অংশ নিয়েছে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় সড়ক দুর্ঘটনারোধ রোড প্ল্যানের প্রজেক্ট নিয়ে এসেছে সিফাত হাসান। নবম শ্রেণীর শিক্ষার্থী সিফাত জাগো নিউজকে জানায়, এই আয়োজনে অংশ নিয়ে অনেক ভালো লাগছে। অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছে প্রজেক্ট সম্পর্কে। আমরা তাদের উপস্থাপন করছি। এ ধরনের আয়োজন আরও অনেক হবে বলে আশা করি।
হান্টার মাইনিং সায়েন্স টিমের মাইমুনা হক এসেছে লেজার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মোবাইল ফোনের বার্তার আদান প্রদানের প্রজেক্ট নিয়ে। যার মাধ্যমে খরচ হবে অনেক কম ও চার্জ থাকবে অনেক দিন। মাইমুনা জাগো নিউজকে জানায়, এই প্রজেক্টের মাধ্যমে বন্যা দুর্গত এলাকার মানুষের সঙ্গে বার্তা আদান প্রদান সহজ হবে। যেহেতু এর চার্জ অনেকদিন পর্যন্ত থাকে। এতে দীর্ঘ সময় বিদ্যুত না থাকলেও যোগাযোগ সম্ভব হবে।
তিনি জানান, এই আয়োজন অনেক সুন্দরভাবে হচ্ছে। কোনো ধরনের সমস্যা আমরা ফেইস করছিনা। আমাদের জন্য দোয়া করবেন। এই প্রজেক্ট নিয়ে সামনে অনেক কাজ করতে চাই।
Advertisement
এএএম/এসআইটি