আফগানিস্তান এখনও পর্যন্ত টেস্ট খেলেছে ১০টি। এর মধ্যে ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই আফগান ব্যাটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন হাশমতউল্লাহ শহিদি। ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি।
Advertisement
এবার হাশমতউল্লাহ শহিদির সেই রেকর্ড ভেঙে আফগানদের হয়ে নতুন রেকর্ড গড়লেন রহমত শাহ। বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন রহমত শাহ অপরাজিত থাকলেন ২৩১ রানে। অর্থ্যাৎ, রহমত শাহের সামনে ইনিংসটা আরও অনেক বড় করার সুযোগ রয়েছে। আগামীকাল কতদূর যেতে পারেন, সেটাই দেখার।
দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে ঘরের মাঠে আফগানিস্তানকে পেয়ে রীতিমত রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। তিন সেঞ্চুরির ওপর ভর করে নিজেদের ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৫৮৬ রান করেছে জিম্বাবুইয়ানরা।
সিন উইলিয়ামস (১৫৪), ক্রেইগ আরভিন (১০৪) এবং ব্রায়ান বেনেটের (১১০*) ব্যাটে ভর করে ৫৮৬ রানের বিশাল স্কোর গড়ে তোলে জিম্বাবুইয়ানরা।
Advertisement
স্বাগতিকদের এই বিশাল স্কোর গড়ার যে সুখ, সেটাকে খুব বেশি স্থায়ী হতে দিলো না আফগান ব্যাটাররা। জবাব দিতে নেমে শুরুতে (৬৪ রানে) ২ উইকেট হারালেও আফগানদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহিদি মিলে ৩৬১ রানের বিশাল জুটি গড়ে তোলেন।
আফগানদের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় রানের জুটি। এর আগে ৪র্থ উইকেট জুটিতে হাশমতউল্লাহ শহিদি এবং আসগর আফগান মিলে ৩০৭ রানের জুটি গড়েছিলেন।
২৩১ রানে রহমত শাহ অপরাজিত রয়েছেন। সেঞ্চুরি করেছেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি অপরাজিত রয়েছেন ১৪১ রানে। তৃতীয় দিন শেষে আফগানদের স্কোর ২ উইকেটে ৪২৫। জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে ১৬১ রান।
আইএইচএস/
Advertisement