রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- মো. জীবন মিয়া ও লিপি আকতার। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
Advertisement
তালেবুর রহমান জানান, শনিবার বিকেলে কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ীর নবারুণ স্কুল অ্যান্ড কলেজের সামনে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ডিবি পুলিশের টিম ওই স্থানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে জীবন ও লিপি আকতারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। উদ্ধার করা গাঁজা তারা বিক্রির উদ্দেশে নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
Advertisement
টিটি/এমআইএইচএস/জেআইএম