সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাসের আবেদন গ্রহণ করার নিমিত্তে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া এক আদেশে একজন সিনিয়র সহকারী সচিব ও একজন অফিস সহকারীকে এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
Advertisement
এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর সই করা এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যু করা সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।
পরে শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক, তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুনসচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারি সবার ‘প্রবেশ পাস’ বাতিলমন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বার্তায় বলা হয়, সুপ্রিয় সাংবাদিক ভাইবোন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে উপরিউক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Advertisement
একই দিন রাতে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত আসলো। তবে এই সেলে কীভাবে আবেদন করবে, কারা কারা কোন কোন কাজে পাস পাবে, সব কিছু খোলাসা করেনি।
এসইউজে/এমআইএইচএস/জেআইএম