বিনোদন

তবুও এসিডে ঝলসে যাওয়া মেয়েটিকে বিয়ে করতে চান বর্ষণ

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। নাটক-সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন। নিয়মিতই কাজ করছেন ওটিটিতেও। একটু বেছে কাজ করেন। গল্প ও চরিত্রকে প্রাধান্য দেন এই অভিনেতা। ব্যক্তিজীবনে একজন সচেতন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিনি। সরব ছিলেন জুলাই বিপ্লবেও।

Advertisement

সম্প্রতি আবারও নানামাত্রিক অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন ইমতিয়াজ বর্ষণ। সেই ধারাবাহিকতায় কাজ করেছেন বিটিভির একটি নাটকে। এর নাম ‘সমুদ্রের ঢেউ’। আব্দুল আজিজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। এতে ইমতিয়াজ বর্ষণের সঙ্গে আরও অভিনয় করেছেন আব্দুল আজিজ, তানজিলা হক মাইশা, প্রমা আজিজ, কবির আহমেদসহ আরও অনেকে।

বর্ষণ বলেন, ‘অন্যরকম একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। কাজ করতে গিয়ে এনজয় করেছি। তাছাড়া বিটিভিতে কাজ করাটাকে সবসময়ই উপভোগ করি। এখানে নাটকগুলো কেবল বিনোদনের জন্যই নয়, তৈরি হয় নানা রকম বার্তা দিয়ে। আমাদের নাটকটিতেও অনেক রকম বার্তা পাবেন দর্শক। আছে মুক্তিযুদ্ধের প্রতি আবেগ, পরিবার হারানো এক মুক্তিযোদ্ধার হাহাকার নিয়ে বেঁচে থাকার গল্প। এসিড সন্ত্রাসের মতো ঘৃণিত একটি সামাজিক অপরাধের বিরুদ্ধেও বার্তা দেয়া হয়েছে এখানে। সেইসঙ্গে ভালোবাসার যে সুন্দর দিক সেটাও ফুটিয়ে তোলা হয়েছে। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ রইলো।’

‘সমুদ্রের ঢেউ’ নাটকটি প্রচারিত হবে আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে।

Advertisement

এর গল্পে দেখা যাবে সাগর কক্সবাজার অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বিজয়ের পর ফিরে এসে দেখে তার ছোট ভাই ও মাকে স্বাধীনতাবিরোধিরা হত্যা করেছে। সে বুকে গোলাপ ফুল জড়ানো অবস্থায় মৃত ভাইয়ের লাশ দেখতে পায়। এরপর সাগর সমুদ্রের পাড়ে ফুল বিক্রেতা হিসেবে কাজ করে। ছোটভাইকে স্মরণে রাখার জন্য প্রতিদিন একটি করে ফুল তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়।

একসময় সন্ত্রাসীরা ঢেউয়ের মুখে এসিড নিক্ষেপ করলে তার মুখ ঝলসে যায়। তবুও উচ্চশিক্ষায় শিক্ষিত সমুদ্র নামক এক যুবক এসিডদগ্ধ ঢেউকে বিয়ে করতে চায়। কারণ ঢেউয়ের প্রতি তার ভালোবাসা প্রবল।

এলআইএ/এমএস

Advertisement