রাজনীতি

এখনও আমার নামে ১০৮ মামলা: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী স্বৈরাচারের আমলে আমি অন্তত ১২ বার গ্রেফতার হয়েছি। এখনও আমার নামে ১০৮টা মামলা আছে। এ রকম মামলা হেফাজতে ইসলাম, জামায়াতসহ যত ইসলামিক দল আছে সবার বিরুদ্ধে আছে। আওয়ামী লীগের বিদায়ে এই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে।

Advertisement

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমি যখন এখানে এসে একটা স্লোগান শুনলাম নারায়ে তাকবির। অনেকদিন পরে এই স্লোগান শুনলাম। নারায়ে তাকবির আর জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল।

আরও পড়ুন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের ইসলামি দলগুলোর মাথার ওপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে না পারে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আমিরের হাতে চুম্বন

তিনি বলেন, ছাত্র আন্দোলন যখন অনেকটা থেমে গিয়েছিল তখন যাত্রাবাড়িতে মাদরাসা ছাত্রদের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। সেই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ জনতা রাস্তায় নেমেছিলেন। এখানে যারা আছেন কেউ হলফ করে বলতে পারবেন না গত ১৬-১৭ বছর বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছেন।

Advertisement

তিনি আরও বলেন, আমাদের দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছেন। যাকে বিশ্বের কোনো দেশে আশ্রয় দিতে চায় নাই তাকে আশ্রয় দিয়েছে ভারত। ওখানে বসে বসে তিনি এখন গুটি চালছেন। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধাচারণ করছে। ভারতের মিডিয়া শাপলা চত্বরে হত্যা নিয়ে কেন প্রতিবাদ করেনি যে এভাবে মানুষ মারা হয়েছে। এই দেশটাকে ভারত তার অঙ্গরাজ্যে পরিণত করেছিল।

ভারতের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, হাসিনার পতন হয়েছে তোমাদের এত মাথাব্যথা কেন? একটার পর একটা গন্ডগোল করছো, একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করছো। পাশের বাড়িতে আগুন লাগলেও কিন্তু নিজের বাড়ি সেভ থাকে না। একটু বুঝে শুনে চলবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমরা কখনও আপস করব না।

এনএস/এমআরএম/এএসএম

Advertisement