ময়মনসিংহে জামিনে মুক্তি পাওয়ার পর কারা ফটকের সামনে থেকে গ্রেফতার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
Advertisement
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ১ নম্বর আমলি আদালতের বিচারক তনয় সাহা এ আদেশ দেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।
তিনি বলেন, বিকেলে আবু বক্কর সিদ্দিক সাগরকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
Advertisement
এর আগে গত ১৯ জুলাই বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রেদোয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাগর নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে। তিনি ফুলবাড়িয়া কলেজে অনার্স পড়তেন।
এ ঘটনায় ২৪ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। ২৭ অক্টোবর রাতে কক্সবাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। এরপর রেদোয়ান হোসেন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আবু বক্কর সিদ্দিক সাগরের জামিন আবেদন মঞ্জুর হলে সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। এসময় কারা ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়।
Advertisement
গ্রেফতার আবু বক্কর সিদ্দিক সাগর ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম