দেশজুড়ে

জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেলো ৫৬ শিশু-কিশোর

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল ও ইসলামি বই পুরস্কার পেয়েছে ৫৬ শিশু-কিশোর। নামাজ পড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি ১৪৭ জন পেয়েছে শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

Advertisement

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রীগুলো বিতরণ করেন।

আয়োজকরা জানান, নামাজ পড়া প্রতিযোগিতায় মোট ২০২ প্রতিযোগী অংশ নেয়। এরমধ্যে ৫৬ জন পরীক্ষায় পাস করে। এ ৫৬ জনকে সাইকেল পুরস্কার দেওয়া হয়। অংশ নেওয়া বাকি ১৪৭ জনকে স্কুলব্যাগ, খাতা, কলম, ক্যালেন্ডার পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি রামনগর ইউনিয়নের ১৬টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে উপহার দেওয়া হয়।

Advertisement

রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আহছান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মজলিশে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের আমির গাজী ছালাহ উদ্দিন, সাবেক আমির নুর নবী দুলাল, ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি ঈমাম হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহমদ, ব্যাংকার আনোয়ার উল্লাহ, ব্যবসায়ী ইসমাইল হোসেন, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু।

রামনগর ইউনিয়ন জামায়াতের আমির আহছান উল্লাহ বলেন, গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে, সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতা ঘোষণা করা হয়। বিজয়ী প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম

Advertisement