টি-টোয়েন্টিতে ওয়্স্টে ইন্ডিজের মেয়েদের ২-১ ব্যবধানে সিরিজ হারানোর লজ্জা দিয়েছিল ভারত। এবার ওয়ানডেতে ক্যারিবীয়দের ধবলধোলাই করেই ছাড়লো হারমানপ্রিত কাউরের দল।
Advertisement
আজ শুক্রবার তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ক্যারিবীয়দের ৩৮.৫ ওভারে ১৬২ রানে অলআউট করে দিয়ে ভারত ম্যাচটি জিতে নেয় ১৩০ বলে হাতে রেখেই।
বড়োদরার কুটাম্বি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৯ রান করতেই ৩ উইকেট হারায় সফরকারীরা। রানের খাতা খুলতে পারেননি দুই ওপেনার কুইনা জোসেফ ও হ্যালি ম্যাথিউজ। দিয়ান্দ্রা দোতিন থেমে যান ১২ বলে ৫ রান করে।
তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি করেন শেমাইনে ক্যাম্পবেলে ও চিনেলি হ্যানরি। ৬২ বলে ৪৬ রান করে আউট হন ক্যাম্পবেলে। হ্যানরি থামেন ৭২ বলে ৬১ রানে (৫ চার ও ৩ ছক্কা)। ৩৫ বলে ২১ রান করেন আইলিয়া অ্যালিনে। বাকিরা আসা-যাওয়ার মিছিলে যুক্ত হন। কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি।
Advertisement
বল হাতে ভারতের হয়ে ৩১ রানে ৬ উইকেট শিকার করেন দিপ্তি শর্মা। ব্যাট হাতে ব্লুজদের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের অপরাজিত ইনিংসও খেলেন তিনি। অর্থাৎ দিপ্তির অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই সহজ জয় পায় ভারত।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বার ফাইফার পূর্ণ করেন দিপ্তি। এতে একদিনের ম্যাচে ভারতের নারী ক্রিকেটে সর্বোচ্চ ফাইফারের রেকর্ড করেন তিনি। দিপ্তির আগে সর্বোচ্চ দুইবার ওয়ানডেতে ফাইফার পূর্ণ করেছিলেন একতা বিশন্ত।
২২ বলে ৩২ রান করেন অধিনায়ক হারমানপ্রিত। ৪৫ বলে ২৯ রান করেন জেমিমা রদ্রিগেজ। দিপ্তির সঙ্গে ১১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন রিচা ঘোষ।
দিপ্তির ৬ উইকেট বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বাকি ৪ উইকেট শিকার করেন রেনুকা সিং।
Advertisement
এমএইচ/এমএস