২ উইকেটে ছিল ১৫৩ রান। এরপর ৬ রান যোগ করতেই আরও ৩ উইকেটের পতন। মেলবোর্ন টেস্টের শেষ বিকেলে ভারতের প্রথম ইনিংসে হয়েছে এমন ব্যাটিংধস। এতে দারুণ বিপদেও পড়েছে রোহিত শর্মার দল ।
Advertisement
শেষমেশ অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৩১০ রানে পিছিয়ে আছে রোহিতরা। উইকেটে আছেন রিশাভ পান্ত (৬) ও রবীন্দ্র জাদেজা (৪)।
অস্ট্রেলিয়ার রানপাহাড়ের জবাবে শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় ৮ রানের ওপেনার রোহিতের (৫ বলে ৩) পতনের পর দলকে বেশিদূর এগিয়ে নিতে পারেননি লোকেশ রাহুলও। স্কোরকার্ডে ভারতের ৫১ রানের সময় আউট হন ডানহাতি ব্যাটার। ৪২ বলে ২৪ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন তিনি।
তৃতীয় উইকেটে ভারতকে টেনে ধরেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। ১০২ রানের দুর্দান্ত জুটি করেন তারা। এতে আশার আলো দেখছিল সফরকারী দলের সমর্থকরা।
Advertisement
কিন্তু দিনের শেষদিকে দর্শকদের হতাশ করে ভারত। তালগোল পাকিয়ে আউট হন জয়সওয়াল। অপ্রত্যাশিত রানআউটের শিকার হন বাঁহাতি তরুণ ব্যাটার। কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝি হয় জয়সওয়ালের। ৪১তম ওভারের শেষ বলে স্কট বোলান্ডকে মিডঅনে খেলে কোহলিকে প্রান্ত বদলের আহ্বান জানান তিনি। ক্রিজে অনেকদূর এগিয়ে গেলেও সাড়া দেননি কোহলি। দুজনই চলে যান একপ্রান্তে। ফিল্ডার কামিন্স বল কুড়িয়ে ফেরত দিলে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক অ্যালেক্স কেরে।
১১৮ বলে ৮২ রানে আউট হন জয়সওয়াল। এরপর ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে কোহলিকেও (৮৬ বলে ৩৬) তুলে নেন বোলান্ড। উইকেটের পেছনে অ্যলেক্স কেরের হাতে ধরা পড়েন কোহলি।
আকাশ দীপকে নাইট ওয়াচম্যান হিসেবে নামালেও কোনো লাভ হয়নি ভারতের। ১৩ বলে খেলে ০ রানে বোলান্ডের বলে নাথান লিয়নের হাতে ক্যাচ হন আকাশ।
এর আগে স্টিভ স্মিথের ১৪০ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া। ১৯৭ বলে ১৩ বাউন্ডারি আর ৩ ছক্কায় ইনিংস সাজান স্মিথ। বোল্ড হন আকাশ দিপের বলে। এটি স্মিথের ৩৪তম টেস্ট সেঞ্চুরি।
Advertisement
মধ্যাহ্নবিরতির কিছুক্ষণ পর অলআউট হয় অসিরা। এরপরই ভারতের এই উত্থান-পতনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৭৪ রান (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭, কামিন্স ৪৯, ক্যারি ৩১; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশ ২/৯৪)।
ভারত প্রথম ইনিংস: ৪৬ ওভারে ১৬৪/৫ (জয়সোয়াল ৮২, কোহলি ৩৬, রাহুল ২৪; বোল্যান্ড ২/২৪, কামিন্স ২/৫৭)।