পুলিশের সাঁড়াশি অভিযানে ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।
Advertisement
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।
পুলিশ জানায়, বুধ ও বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বালিগাঁও থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। এদিন সকালে শহরতলীর লালপুল থেকে সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদা আক্তার সাজুকে ও বুধবার রাতে সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রাম থেকে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মো. ইব্রাহীমকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেফতারদের মধ্যে সাজেদা ও ইব্রাহীমকে আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আবুল কালাম আজাদ আন্দোলনে হতাহতের মামলায় এজাহারনামীয় আসামি। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
Advertisement
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস