অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার ‘নিষ্ঠুরতা’ নিয়ে সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। এই ঘটনার পর ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
Advertisement
ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ অ্যাডলফো টিটো ইলানাকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল বার-তালের সাথে কথা বলার জন্য তলব করা হয়। ইয়াল বার-তাল পোপের করা মন্তব্যের নিন্দা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে ইলানাকে তিরস্কার করা হয়নি বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোপ ফ্রান্সিস ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা তুলে ধরে বড়দিনের আগে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটা নিষ্ঠুরতা। এটা যুদ্ধ নয়। আমি এটি বলতে চেয়েছি কারণ এটি হৃদয় ছুঁয়ে যায়।
পোপ ফ্রান্সিসের প্রকাশিতব্য বইয়ের উদ্ধৃতি দিয়ে গত মাসে ভ্যাটিকান নিউজ জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যার অভিযোগগুলো সতর্কতার সঙ্গে তদন্ত করা উচিত।
Advertisement
তবে ইসরায়েল এই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, গাজায় সাধারণ মানুষকে হামাস মানবঢাল হিসেবে ব্যবহার করছে। দুঃখজনকভাবে পোপ ফ্রান্সিস এগুলোকে উপেক্ষা করছেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী।
আরও পড়ুন: গাজায় অভিযানে ৩৯২ ইসরায়েলি সেনা নিহত গাজায় ২৪ ঘণ্টায় আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত ৯এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যা বিশ্বকে হতবাক করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ৮০৩ জন।
টিটিএন
Advertisement