টানা তিন কার্যদিবস পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেন তিনশ কোটি টাকা ছাড়াতে পারেনি।
Advertisement
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম কমার তালিকায়। ফলে ডিএসইতে মূল্য সূচক বাড়লেও সিএসইতে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
টানা তিন কার্যদিবস পতনের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দাম কামার তালিকায় চলে যায় বেশিরভাগ প্রতিষ্ঠান। লেনদেনের প্রথম তিন ঘণ্টায় বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কামার প্রবণতা অব্যাহত থাকে। ফলে আবারও পতনের শঙ্কা পেয়ে বসে বিনিয়োগকারীদের।
কিন্তু শেষ দেড় ঘণ্টায় বাজারের চিত্র বদলে যায়। দাম কমার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকায় একদিকে দাম বাড়ার তালিকা বড় হয়েছে, অন্যদিকে সবকয়টি মূল্যসূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়েছে।
Advertisement
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৮৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১২৮টির এবং ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৮৪ পয়েন্টে উঠে এসেছে।
আরও পড়ুনলিটারে ২১ টাকাই যাচ্ছে ভোজ্যতেল কোম্পানিগুলোর পকেটে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে, অপেক্ষা করতে হবে ২০২৬ এর জন্যঅপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ তিনশ কোটি টাকার ঘর স্পর্শ করতে পারেনি। বাজারটিতে লেনদেন হয়েছে ২৮২ কোটি ১৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৭৫ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬ কোটি ৪৩ লাখ টাকা।
এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ টাকার। ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
Advertisement
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, পূবালী ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আইসিবি এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮০ প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৪টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩৯ কোটি ২০ লাখ টাকা।
এমএএস/কেএসআর