লাইফস্টাইল

শীতের বিকালে উপভোগ করুন দুধ পুলি

শীতকাল মানেই দেশজুড়ে পিঠার আয়োজন। শহর কিংবা গ্রাম কুয়াশা ঘেরা সকাল হোক কিংবা সন্ধ্যা ধোঁয়া ওঠা নানান রকম পিঠা থাকলে আর কিছুই চাই না। এখন শহরের বিভিন্ন স্থানে পাওয়া যায় নানান রকম পিঠা। তবে অনেকেই বাইরের খাবার খেতে চান না। তারা কিন্তু সহজে ঘরেই মা-নানিদের হাতের স্বাদের পিঠা উপভোগ করতে পারেন।

Advertisement

নিজেই বানিয়ে নিতে পারেন কম উপকরণ ও সহজ পদ্ধতিতে। আজ জানাবো শীতের জনপ্রিয় ও মজাদার এক পিঠা দুধ পুলিরে রেসিপি-

উপকরণ

চালের গুঁড়ার কাইয়ের জন্য১. চালের গুঁড়া২. পানি৩. লবণ৪. তেল পরিমাণমতো।

পিঠার পুরের জন্য১. কোড়ানো নারকেল২. গুড়/চিনি৩. এলাচ গুঁড়া পরিমাণমতো৪. দুধ পরিমাণমতো।

Advertisement

পদ্ধতি

প্রথমে চালের গুঁড়া সেদ্ধ করে রুটির ডো তৈরি করে নিন। এরপর নারকেল ও গুড় একসঙ্গে জ্বাল দিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে।

দুধ পুলি ভেজানোর জন্য লাগবে ঘন দুধ পিঠার পরিমাণ বুঝে। দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে এলাচ গুঁড়া সামান্য ও কোড়ানো নারকেল দিতে হবে।

সেদ্ধ চালের গুঁড়ার ডো নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে ভেতরে নারকেলের পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। যাতে দুধ দেয়ার পর মুখ খুলে ভেতরের পুর বের না হয়ে যায়।

এখন জ্বাল দিয়ে রাখা দুধের আঁচ বাড়িয়ে দিতে হবে। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো দিয়ে ৫/৭ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।

Advertisement

এবার সার্ভিং ডিশে ঢেলে নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের দুধ পুলি। এই পিঠা ঠান্ডা করে খেলে আরও বেশি সুস্বাদু লাগে।

আরও পড়ুনছুটির সন্ধ্যায় স্বাদ নিন ঝাল চিতইয়েরশীতের সন্ধ্যায় স্বাদ নিন ডিম মোমোর

কেএসকে/জেআইএম