আন্তর্জাতিক

ব্লাড ক্যানসারে আক্রান্ত বাশার আল-আসাদের স্ত্রী

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) আক্রান্ত। তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই সিরীয় ফার্স্ট লেডি সংক্রমণের ঝুঁকি এড়াতে আইসোলেশনে আছেন। তার চিকিৎসা চলছে।

Advertisement

এর আগে ২০১৯ সালে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন ব্রিটিশ বংশোদ্ভূত আসমা। এক বছর চিকিৎসা শেষে তিনি ক্যানসার থেকে আরোগ্য লাভ করেন। তবে তার আগে একবার ব্লাড ক্যানসার সেরে ওঠার পর আবারও তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আসমার বাবা-মা সিরীয় নাগরিক ছিলেন। তিনি ১৯৭৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। আসমা আল-আসাদের ব্রিটেন এবং সিরিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সঙ্গে আসমার বিয়ে হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে। অপরদিকে সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে।

এর আগে গুঞ্জন উঠেছিল যে আসাদের স্ত্রী তার কাছে বিচ্ছেদের আবেদন করেছেন। এমনকি আসাদকে আটকে রেখে তার সব সম্পদ জব্দ করা হয়েছে বলে সম্প্রতি তুর্কি ও আরব গণমাধ্যমে খবর প্রকাশ পায়। তবে আসমা আল-আসাদ বিবাহবিচ্ছেদের আবেদন ও তাকে রাশিয়ায় আটকে রাখার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে ক্রেমলিন।

Advertisement

আরও পড়ুন: গাজায় ২৪ ঘণ্টায় আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত ৯ ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এই প্রতিবেদনগুলোর কোনো সত্যতা নেই। আসাদ মস্কোতে আটক ও তার সম্পদ জব্দ করা হয়েছে- এমন দাবি মিথ্যা।

টিটিএন