সাহিত্য

২০২৪ সালের আলোচিত যত সাহিত্য পুরস্কার

প্রতি বছরই দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ কিছু সাহিত্য পুরস্কার দেওয়া হয়। দেশ-বিদেশের সেসব আলোচিত পুরস্কার নিয়ে আয়োজনটি সাজিয়েছেন কবি ও গল্পকার মাঈন উদ্দিন আহমেদ—

Advertisement

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা করা হয়। এ পুরস্কার পান ১৬ জন। পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ বা গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশবিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনিতে ইসহাক খান এবং ফোকলোরে ড. তপন বাগচী ও সুমনকুমার দাশ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার তাদের হাতে তুলে দেন।

সাহিত্যে একুশে পদক

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ নাগরিককে একুশে পদক ২০২৪ দেওয়া হয়। এ বছর আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, ভাষা ও সাহিত্যে মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর এবং রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর) এ পুরস্কার লাভ করেন।

সাহিত্যে স্বাধীনতা পুরস্কার

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ দেওয়া হয়। এবার সংস্কৃতিতে মোহাম্মদ রফিকুজ্জামান এ পুরস্কার লাভ করেন।

Advertisement

সাহিত্যে পুলিৎজার পুরস্কার

এবার পুলিৎজারের ‘ফিকশন অ্যাওয়ার্ড’ জিতেছেন সাহিত্যিক জেন অ্যান ফিলিপস। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলাকালীন ও তার পরবর্তী সময়ে এক মা ও তার মেয়েকে নিয়ে লেখা উপন্যাস ‘নাইট ওয়াচ’র জন্য এ পুরস্কার পান তিনি। অন্যদিকে ‘এ ডে ইন দ্য লাইফ অব আবেদ সালামা: অ্যানাটমি অব এ জেরুজালেম ট্র্যাজেডি’ বইয়ের জন্য পুলিৎজারের ‘ননফিকশন’ পুরস্কার পেয়েছেন আমেরিকান ইহুদি লেখক নাথান থ্রাল।

আরও পড়ুন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেলেন ৪ জন  বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন ৬ জন  সাহিত্যে নোবেল পুরস্কার

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। ২০১৬ সালে তিনি বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ম্যান বুকার লাভ করেন। কোরিয়ান ভাষায় লেখা নিজের প্রথম উপন্যাস ‘দ্য ভেজেটারিয়ান’র জন্য তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন। এরপরই তিনি লেখালেখির জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছিলেন।

ম্যান বুকার পুরস্কার

যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের ম্যান বুকার পুরস্কার জিতেছেন। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। অরবিটালে যে চার মহাকাশচারীর কথা বলা আছে, তাদের দুজন পুরুষ এবং চারজন নারী।

কালি ও কলম পুরস্কার

কথাসাহিত্যে ‘ভাতের কেচ্ছা’ গ্রন্থের জন্য কামরুন্নাহার দিপা, প্রবন্ধ-গবেষণায় ‘জনসংস্কৃতির রূপ ও রূপান্তর’ গ্রন্থের জন্য শারফিন শাহ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাহিত্যে ‘ফাড়াবাড়ি হাট গণহত্যা-আদর্শ বাজার গণহত্যা’ গ্রন্থের জন্য ফারজানা হক এবং শিশু-কিশোর সাহিত্যে ‘আলোয় রাঙা ভোর’ গ্রন্থের জন্য রহমান বর্ণিল ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩’ অর্জন করেন। ২০২৪ সালের ২৭ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

বগুড়া লেখক চক্র পুরস্কার

এ বছর ছয়টি বিষয়ে ছয়জনকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৪’ প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নবর্তী’ সম্পাদক শেলী সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু এবং গবেষণায় সানজিদা হক মিশু।

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার

চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪ পেয়েছেনন ৪ প্রাবন্ধিক-কথাসাহিত্যিক-কবি-ছোটকাগজ সম্পাদক। তারা হলেন—প্রবন্ধে রকিবুল হাসান, কথাসাহিত্যে আকিমুন রহমান, কবিতায় আকতার হোসাইন ও ছোটকাগজ সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী।

এসইউ/জিকেএস