দেশজুড়ে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সৈকত (২৪) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ১ নম্বর কাষ্টমঘাট এলাকার মনির শরবত স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

আহত সৈকত নগরীর ৩ নম্বর মুন্সিপাড়া এলাকার আব্দুল জোয়াদ্দারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় সৈকত নগরীর ১ নম্বর কাষ্টমঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় দুটি মোটরসাইকেলযোগে চারজন এসে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। একটি গুলি তার ডান পায়ের ঊরুতে লাগে। তখন স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

Advertisement

আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য আশপাশের একটি ক্লিনিকে নেন। পরে সেখান থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। আশা করি, খুব দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।

আরিফুর রহমান/এসআর/জেআইএম

Advertisement