দেশজুড়ে

চুয়াডাঙ্গা স্টেশনে সোনার ১৪ বারসহ আটক ৩

চুয়াডাঙ্গায় সোনার ১৪ বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

Advertisement

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বারসহ ও তাদেরকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুরের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), এবং একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।

Advertisement

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের নেতৃত্বে রেলস্টেশন এলাকায় অ্যাম্বুশ করে। বিকেল সাড়ে ৪টায় বিজিবি টহলদল ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিনজনের গতিরোধ করে। এসময় তারা পালানোর চেষ্টা করলে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এককেজি ৬৩০ গ্রাম ওজনের সোনার ১৪ বার উদ্ধার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন। আসামিদের থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

হুসাইন মালিক/এএইচ/জেআইএম

Advertisement