বরগুনা প্রেস ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজ সভাপতি এবং চ্যানেল২৪-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ্ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Advertisement
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিততে প্রেস ক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার জাহাঙ্গীর কবির মৃধা ও রিয়াজ আহমেদ মুছা।
Advertisement
বরগুনা প্রেস ক্লাবের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক আলোকিত বাংলাদেশের বরগুনা প্রতিনিধি মো. জাফর হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশন ও ডেইলি অবজারভার পত্রিকার বরগুনা প্রতিনিধি মালেক মিঠু। আগামী এক বছর এ কমিটি বরগুনা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।
নুরুল আহাদ অনিক/এএইচ/জেআইএম