টেস্ট ক্রিকেটে এখন ভারত-অস্ট্রেলিয়ার লড়াই অ্যাশেজের মতো উত্তাপ ছড়ায়। বিশ্বজুড়ে ক্রিকেটানুরাগীরা এই দুই দলের টেস্ট দেখেন পাখির চোখে। এবার মর্যাদাপূর্ণ এই টেস্ট সিরিজের অংশ হতে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
Advertisement
আগামীকাল শুক্রবার থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। এরপর ৩ জানুয়ারি শুরু হওয়া সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ারই থাকবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে বেশ সুনাম কুড়াচ্ছেন শরফুদ্দৌলা। সর্বশেষ ডারবানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
দুর্দান্ত আম্পায়ারিং করেন সে টেস্টে। ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্তের বিপক্ষে ৮ বার রিভিউ নেওয়া হলেও একটি সিদ্ধান্ত বদল হয়নি। এরপর সিরিজের পরের ম্যাচে গেবেখায় ছিলেন টিভি আম্পায়ার।
Advertisement
সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত শরফুদ্দৌলা আম্পায়ারিং করেছেন ১০টি টেস্টে। এ ছাড়া চলতি বছরে ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ার ছিলেন তিনি।
২০১০ সালে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয় শরফুদ্দৌলার। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে তিনি ঢুকেছেন গত মার্চে।
এমএমআর/জেআইএম
Advertisement