অন্তর্বর্তী সরকারের আমলে দেশে খুন ও অপমৃত্যুর ঘটনা বেড়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। কেউ কেউ বলছেন, দেশে রাজনৈতিক সরকার না থাকায় নানা অপরাধ বিশেষ করে খুন ও অপমৃত্যুর মামলার ঘটনা ক্রমে বাড়ছে।
Advertisement
খোদ পুলিশ সদর দপ্তরের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত তিন মাসে (সেপ্টেম্বর থেকে নভেম্বর) সারাদেশে এক হাজার ৩১৯টি খুনের মামলা হয়েছে। এসব মামলার মধ্যে সেপ্টেম্বরে ৫৮৩টি, অক্টোবরে ৩৯৯টি ও নভেম্বরে ৩৩৭টি মামলা দায়ের হয়।
২০২৩ সালে একই সময়ে (সেপ্টেম্বর থেকে নভেম্বর) সারাদেশে ৭২৩টি খুনের মামলা হয়েছিল। এসব মামলার মধ্যে সেপ্টেম্বরে ২৩৮টি, অক্টোবরে ২৫৮টি ও নভেম্বরে ২২৭টি মামলা হয়।
এ পরিসংখ্যান বিশ্লেষণ করলে গত বছরের তুলনায় এ বছর খুনের মামলা বেড়েছে বলে প্রতীয়মাণ হয়। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, দেশে খুন ও অপহরণের ঘটনা মোটেও বাড়েনি।
Advertisement
তিনি জানান, বর্তমান সরকারের সময়ে গত তিন মাসে এক হাজার ৩১৯টি খুনের মামলার পরিসংখ্যান দেওয়া হলেও প্রকৃতপক্ষে মামলার সংখ্যা হবে ৭৫২টি। বাকি ৫৬৭টি মামলা পূর্ববর্তী মাসের (জুলাই-আগস্টের) ঘটনায় দায়ের করা হয়। কোনো কোনো মামলা পাঁচ-সাত বছরের পুরোনো ঘটনার। নানা কারণে ভুক্তভোগীর পরিবার এতদিন মামলা করতে পারেনি।
৭৫২ খুনের মামলার মধ্যে সেপ্টেম্বরে ২৮৩টি, অক্টোবরে ২৪৯টি এবং নভেম্বরে ২২০টি মামলা রয়েছে। এ সময়ে পূর্বের ঘটনায় সেপ্টেম্বরে ৩০০টি, অক্টোবরে ১৫০টি ও নভেম্বরে ১১৭টি মামলা দায়ের হয়।
ফলে প্রকৃতপক্ষে গত তিন মাসে মোট ৭৫২ খুনের মামলা দায়ের হয়। ২০২৩ সালে একই সময়ে ৭২৩টি খুনের মামলা দায়ের হয়। এই হিসাবে দেশে খুনের ঘটনা বাড়েনি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
আরও পড়ুন
Advertisement
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, কিছুদিন ধরে বিভিন্ন জাতীয় দৈনিক ও অন্যান্য গণমাধ্যমে বলা হচ্ছে- দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে একটি অনলাইনে বলা হয়েছে- বেড়েছে খুন ছিনতাই ডাকাতি, হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রেস সচিব বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে অনেক সাংবাদিক মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের (ভুল বোঝাবুঝি) শিকার হয়েছেন। পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করলে তার একটা ভালো চিত্র পেতেন। গণমাধ্যমকর্মীদের অনেকেই আনভেরিফায়েড স্ট্যাটিসটিকস দিয়ে প্রতিবেদন তৈরি করেছেন। প্রকৃতপক্ষে গত তিন মাসে খুনের মামলার সংখ্যা অন্যান্য সময়ের সমানই বলা চলে।’
‘অনেকেই পারসেপশনের (অনুমানের) ভিত্তিতে প্রতিবেদন লিখে থাকেন। আশপাশে কয়েকটি ঘটনা ঘটলেই সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলে মনে করে প্রতিবেদন তৈরি করে থাকেন।’
সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন তৈরির জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
এদিকে পুলিশ সদর দপ্তরের অপমৃত্যু মামলার পরিসংখ্যানে দেখা গেছে, গত চার মাসে সর্বমোট আট হাজার ৯৬টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে আগস্টে এক হাজার ৪৮৫, সেপ্টেম্বরে দুই হাজার ২০০, অক্টোবরে দুই হাজার ৩৫০ ও নভেম্বরে দুই হাজার ৫৯টি মামলা দায়ের হয়।
২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ের চার মাসে সর্বমোট ৯ হাজার মামলা দায়ের হয়। তার মধ্যে আগস্টে দুই হাজার ৪২৫টি, সেপ্টেম্বরে দুই হাজার ৪৮৫টি, অক্টোবরে দুই হাজার ১৯৭টি এবং নভেম্বরে এক হাজার ৮৯৩ মামলা দায়ের হয়।
এমইউ/বিএ/এমএমএআর/এমএস