বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৬ জানুয়ারি। এর আগে ৪ জানুয়ারি কেন্দ্রীয় ওরিয়েন্টেশন হবে।
Advertisement
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ৪ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৬ জানুয়ারি ওই শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ জানুয়ারি নবাগত শিক্ষার্থীদের অনুষদভিত্তিক এবং হলভিত্তিক ওরিয়েন্টেশন হবে।
Advertisement
আসিফ ইকবাল/জেডএইচ/এএসএম