চট্টগ্রাম সরকারি কলেজে দেলোয়ার হোসেন দুলাল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার রাতে পুলিশ তাকে আটক দেখায়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
Advertisement
গ্রেফতার দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগ ছাত্রলীগের সভাপতি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সোমবার দিনগত রাতে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতা দুলালকে আটক করে থানায় খবর দেয় শিক্ষার্থীরা। খবর পেয়ে তাকে আটক করে থানায় আনা হয়। তাকে এক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম
Advertisement