দিল্লির শংকর বিহার সামরিক এলাকায় আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সারা রাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে একটি পরিত্যক্ত ভবনের রডে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
Advertisement
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন>>
ভারতে এক বছরে ২০ হাজার কন্যাশিশুকে ধর্ষণ ভারতে প্রতিদিন ধর্ষণের শিকার ৮৭ জন ভারতে ৩ বছরের শিশুকে ধর্ষণ ভারতে আবারও কুকুর ধর্ষণ, হাতেনাতে ধরা যুবকশিশুটির পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জাতীয় মহাসড়ক জয়পুর রোড অবরোধ করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
Advertisement
দিল্লি ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার এ বিষয়ে বলেন, এই দুঃসময়ে আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং তদন্তে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে এবং আমরা যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।
এ ঘটনায় ভারতের সামরিক কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: এনডিটিভিকেএএ/
Advertisement