বিনোদন

একসঙ্গে গাইলেন তারা

নানা প্রজন্মের শিল্পীরা এক হয়েছেন। কণ্ঠ দিয়েছেন এক গানে। তারা হলেন রুমানা ইসলাম, রিজিয়া পারভীন, হাসান চৌধুরী, আলম আরা মিনু, মুহিন খান, সাব্বির জামান ও স্বরলিপি। এই গানটি তৈরি করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উপলক্ষ্যে।

Advertisement

‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন নন্দিত গীতিকার, সুরকার মিল্টন খন্দকার। গানের শুরুটা এমন, ‘দুচোখ ছাড়াও তোমার চোখে দেখেছি জগতের সব, তোমার মাঝেই লাল সবুজের অস্তিত্বের অনুভব’।

আগামীকাল ২৫ ডিসেম্বর বিটিভির প্রতিষ্ঠার ষাট বছর। এই দিন থেকেই বিটিভির পিলার সং হিসেবে ‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের গানটি প্রচার হবে।

গানটি প্রসঙ্গে রিজিয়া পারভীন বলেন, ‘বিটিভি আমাদের প্রাণের চ্যানেল। এই চ্যানেলের প্রতি অন্যরকম ভালোলাগা, ভালোবাসা কাজ করে। তাই এই চ্যানেলে যখনই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি তখনই নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করে। বিটিভির প্রতিষ্ঠার ষাট বছরে একটি গান করা হয়েছে। সেই গানে আমিও কণ্ঠ দিতে পেরে আনন্দিত।’

Advertisement

এই প্রজন্মের গায়িকা স্বরলিপি বলেন, ‘অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যারের প্রতি। দারুণ একটা গানে আমাকে অংশীজন করায়। রিজিয়া পারভীন, আলম আরা মিনু আপাদের মতো গুণি শিল্পীদের সঙ্গে গানে কণ্ঠ দিতে পারলাম, ভালো লাগছে। আশা করছি আমাদের গানটি বিটিভির শ্রোতা দর্শকের ভালোলাগবে।’

মিল্টন খন্দকার জানান, বছরজুড়েই এই গান বিটিভিতে ২৫ ডিসেম্বর থেকে নিয়মিত প্রচার হবে।

এলএ/জিকেএস

Advertisement