অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
Advertisement
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আলাপকালে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন জ্যাক সুলিভান। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর চার মাসেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন ড. ইউনূস।
জ্যাক সুলিভান দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক, নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নেওয়ার জন্য ড. ইউনূসের প্রশংসা করেন। তিনি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার জন্যও ড. ইউনূসকে ধন্যবাদ জানান এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
আরও পড়ুন স্বৈরাচার বিদায় হওয়ায় এ বছরের বিজয় দিবস মহা আনন্দের প্রধান উপদেষ্টার রোডম্যাপ ২০২৬ এর ৩০ জুনের মধ্যে নির্বাচনফোনালাপে তারা দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের উত্তরাধিকারের বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের উদার সহায়তার জন্য ধন্যবাদ জানান।
Advertisement
জ্যাক সুলিভান অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের প্রতি গুরুত্বপূর্ণ সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তার বৈঠকের স্মৃতিচারণ করেন।
অধ্যাপক ইউনূস জানান, আগামী জানুয়ারির মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে। এরপর জাতিকে সংস্কার ও নির্বাচনের জন্য প্রস্তুত করার প্রক্রিয়ায় ঐকমত্য গঠনের কাজ শুরু হবে।
এমইউ/বিএ/জিকেএস
Advertisement