খেলাধুলা

কানায় কানায় পূর্ণ মিরপুর স্টেডিয়াম

মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্ট মাতাবেন উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। এতে আরও অংশ নেবেন দেশীয় কয়েকজন নামকরা শিল্পীও। এই অনুষ্ঠান ঘিরে দর্শক উদ্দীপনা চরমে। সন্ধ্যার সময়ও মাঠে ঢুকতে দর্শকদের দীর্ঘ লাইন দেখা গেছে।

Advertisement

তবে দীর্ঘ লাইন থাকলেও কোনো বিশৃঙ্খলা নেই। টিকিট দেখিয়ে সহজেই মাঠে ঢোকা যাচ্ছে। সন্ধ্যা সাতটার দিকে গ্যালারিতে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। অর্থাৎ রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকও বাড়ছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই মিউজিক ফেস্ট চলবে সাত ঘণ্টার বেশি সময় ধরে। মাঠে উপস্থিত আছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠান শুরু হলেও সূচি অনুযায়ী রাহাত ফতেহ আলী খানের মঞ্চে আসার কথা রাত ৮টা ৩০ মিনিটে। তার ও তার দলের পরিবেশনা চলবে ১৮০ মিনিট ধরে।

Advertisement

এর আগে গান গেয়েছেন মুজা, জেফাররা। সাতটার দিকে মঞ্চে উঠছে জনপ্রিয় ব্যান্ড দল মাইলস।

এমএমআর/আইএইচএস/