লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছে।
Advertisement
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে ঘটে এ ঘটনা।
১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে যুবক শেফালী বেগম ও ভাবনা আক্তারকে পেটাচ্ছেন রাশেদ আলম নামের এক যুবক। তাকে উপস্থিত লোকজন নিবারণের চেষ্টা করছেন। তাতেও তিনি থামছেন না।
অভিযুক্ত রাশেদ মৃত মাহবুবুল ইসলামের ছেলে। আর নির্যাতনের শিকার নারীরা তার নিকটাত্মীয়।
Advertisement
আহত ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি কেনেন। সেই জমি জোরপূর্বক তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেন। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে খালাতো বোন শেফালী বেগম বাধা দেন। এসময় রাশেদ তাদের কাঠ দিয়ে এলোপাতাড়ি পেটান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা করায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, মারধরের শিকারের কথা উল্লেখ করে দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও দেখছি। আমরা বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।
কাজল কায়েস/জেডএইচ/জিকেএস
Advertisement