খেলাধুলা

দারুণ জয়ে বার্সাকে পেছনে ফেলে অ্যাটলেটিকোর ঘাড়ে নিশ্বাস রিয়ালের

ম্যাচের দশম মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বুলেট গতির শটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এরপর আরেকটি গোলে রাখলেন অবদান। রোববার লা লিগায় ৬ গোলের দুর্দান্ত এক লড়াইয়ে সেভিয়াকে ৪-২ গোলে হারালো স্বাগতিকরা।

Advertisement

এই জয়ে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার থেকে এখন দুই পয়েন্টে এগিয়ে তারা। বার্সেলোনা বর্তমানে তৃতীয় স্থানে এবং ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল শীর্ষস্থান থেকে মাত্র এক পয়েন্ট দূরে।

এমবাপের পর ফেডেরিকো ভালভার্দে (২০ মিনিটে) এবং পরে রদ্রিগোর গোলে ৩৪ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এক মিনিট পরই অবশ্য সেভিয়ার রোমেরো এক গোল শোধ করেন। তবে ৫৩ মিনিটে ব্যবধান ৪-১ করে ফেলেন ব্রাহিম দিয়াজ।

ম্যাচের শেষ সময়ে এসে আরও একটি গোল শোধ করে সেভিয়া। ডোডি লুকেবাকির সেই গোলের পরও অবশ্য লড়াইয়ে ফিরতে পারেনি সেভিয়া। তারা বর্তমানে তালিকার ১২তম স্থানে রয়েছে।

Advertisement

এমএমআর/জিকেএস