জাতীয়

বঙ্গোপসাগর অঞ্চলে স্বার্থের সংমিশ্রণ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

ঢাকায় 'বঙ্গোপসাগর অঞ্চল পুনঃসংযোগ: স্বার্থের একত্রীকরণ অনুসন্ধান' শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (২২ ডিসেম্বর) বিআইআইএসএস মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের লক্ষ্য ছিল বঙ্গোপসাগর অঞ্চলে স্বার্থের সংমিশ্রণ নিয়ে জাপান ও বাংলাদেশের দৃষ্টিভঙ্গি জানা ও ধারণা বিনিময় করা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওওয়ামা কিমিনোরি।

Advertisement

আরও পড়ুন>>>বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার বৃত্তে

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইএসএস এর চেয়ারম্যান এএফএম গওসোল আযম সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইআইএসএস এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

প্রথম কর্মঅধিবেশনে সভাপতিত্ব করেন বঙ্গোপসাগর ইনস্টিটিউট, কসমস ফাইন্ডেশনের প্রেসিডেন্ট রাষ্ট্রদূত তারিক এ করিম এবং দ্বিতীয় কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন।

সেমিনারে অঞ্চলটির সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ অন্বেষণের জন্য তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। বক্তারা বঙ্গোপসাগর অঞ্চলের অপার সম্ভাবনা, গুরুত্বপূর্ণ চ্যালেন্জ এবং সম্মিলিত সমাধানের উপর আলোকপাত করেন।

এসআরএস/এসআইটি/জেআইএম

Advertisement