দেশজুড়ে

নির্বাচনের ৩ বছর পর নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার

নেত্রকোনার মদনে নির্বাচনের তিন বছর পর নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রাখা একটি ব্যাগ থেকে ব্যালটগুলো উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয় ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০২২ সালের ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাফায়েত উল্লাহ ওরফে রয়েল নির্বাচিত হন। নির্বাচনের দিন বাড়রি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাফায়েত উল্লাহর লোকজন নৌকা প্রতীকে জোরপূর্বক ভোট দেওয়ার অভিযোগ ওঠে। ওইদিন দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকজন আহতও হয়।

ফল প্রকাশের তিন বছর পর রোববার বিকেলে সাফায়েত উল্লাহর নৌকা প্রতীকের সিল মারা ২০০ ব্যালট ও ইউপি সদস্য বাচ্চু মিয়ার ৬৫ ব্যালট সিল যুক্ত পেপার পায় স্থানীয়রা।

পাশের সুতিয়ারপাড় গ্রামের হিরণ মিয়া বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি শপিং ব্যাগ দেখতে পাই। ব্যাগটি হাতে নিয়ে দেখতে পাই সিল মারা ব্যালট। পরে বিষয়টি প্রশাসনকে জানাই।

Advertisement

ওই নির্বাচনে অংশ নিয়ে সদস্য পদে পরাজিত প্রার্থী বাচ্চু মিয়া বলেন, তিনবছর আগে অনুষ্ঠিত নির্বাচনের কয়েকদিন পর বিদ্যালয়ের পিছন থেকে আমার ফুটবল প্রতীকের ব্যালট পেপার উদ্ধার করে উপজেলা নির্বাচন অফিসে নিয়ে গেছি। কিন্তু কোনো কাজ হয়নি।

ওই কেন্দ্রের দায়িত্ব পালন করা প্রিজাইডিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, তিন বছর পূর্বের ঘটনা আমার মনে নেই। আমার কেন্দ্রে এমন কোনো অভিযোগ ছিল না বা এরকম কোন ঘটনা ঘটেনি।

মদন উপজেলার তখনকার নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, যথারীতি নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনের নিকট ব্যালট পেপার হিসাব করে পাটিয়ে দিয়েছি। আপনারা প্রিজাইডিংয়ের বক্তব্য নিন।

মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, শুনেছি একটি বিদ্যালয়ের পেছন থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। তা পুলিশের কাছেই আছে। এ ব্যালটগুলো সঠিক কিনা সেটি এখনো বলা যাচ্ছে না।

Advertisement

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে সিলমারা ব্যালট উদ্ধার করে করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পরবর্তী ব্যবস্থায় নেওয়া হবে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইমদাদুল হক বলেন, ব্যালট পেপার উদ্ধার করে নির্বাচন অফিসে জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস