বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তরুণ অভিনেতা আরশ খান। আজ (২২ ডিসেম্বর) রোববার ফেসবুকে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি বিটিভির মহাপরিচালককে সভাপতি করে ১৫ জন সদস্য নিয়ে টেলিভিশনটির ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠিত হয়। সেই সদস্যদের অন্যতম এই অভিনেতা।
Advertisement
গত ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুনর্গঠিত ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’র তথ্য জানানো হয়। মাত্র ১০ দিন পর কেন ওই কমিটি থেকে সরে যেতে চান আরশ খান? ফেসবুক স্ট্যাটাসে আরশ খান লিখেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এ সম্মান বয়ে বেড়াব সারাজীবন।’
আরও পড়ুন বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে থাকছেন যারা শুকনো খাবার নিয়ে নোয়াখালীতে আরশ খানপদত্যাগের কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘আমার শিল্পী পরিচয়ের পর আরও একট বড় পরিচয়, আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া এই সম্মান বা সদস্যপদের জন্য আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়োজিত থাকবো একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে। যে কোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকবো।’
পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আরশ খান জাগো নিউজকে বলেন, ‘অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আজ নতুন একটা নাটকে শুটিং করতে গিয়ে বুঝতে পেয়েছি যে, অভিনয়টা শেখার এখনও অনেক বাকি আছে আমার। এটা না শিখে কীভাবে প্রিভিউ কমিটিতে থাকি? অন্যায় হবে।’ এমন কী ঘটলো যে এই উপলব্ধি হলো? জানতে চাইলে আরশ বলেন, ‘আজ আমি কাজ করছিলাম তারিক আনাম খান স্যারের সঙ্গে। তিনি আমাকে ধরে ধরে শিখিয়ে দিচ্ছিলেন। তখন থেকে আমার মনে হচ্ছিল, তার কোনো নাটক যদি প্রিভিউ কমিটির পক্ষে দেখতে হয়, তাহলে সেই নাটক দেখে আমি কী সিদ্ধান্ত দেব? আমার তো এখন শেখার বয়স।’
Advertisement
বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে আরশ খান ছাড়াও আছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব প্রমুখ।
এমআই/এমএমএফ/আরএমডি/জিকেএস