বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনার আমলে এ দেশে আইনের শাসন ছিল না। বিএনপির নেতাকর্মীরা হামলা-খুনের শিকার হলেও পুলিশ তখন মামলা নেয়নি।
Advertisement
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, শেখ হাসিনা আইন, বিচার ও পুলিশ প্রশাসনসহ সব সেক্টর ধ্বংস করে দিয়েছে। লাক লাখ কোটি টাকা পাচার করেছে। হাসিনা যে পরিমাণ টাকা লুট করে নিয়ে গেছে সেটি দিয়ে একশটি পদ্মাসেতু তৈরি করা যেত। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অপকর্ম, লুটপাট ও খুনের সঙ্গে জড়িত তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে। এ বিচার থেকে কেউ রক্ষা পাবে না। তবে আওয়ামী লীগ থেকে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। কারণ আওয়ামী লীগ মুখরোচক কথা বলে মিলের চেষ্টা করবে। তাদের কথায় কেউ ভুলবেন না।
তিনি আরও বলেন, ১৯৭১ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরে বিশ্বের মানচিত্রে একটি সবুজ-শ্যামল বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আবার শেখ হাসিনা ২০০৮ সাল থেকে বিগত ১৬ বছরে লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করে দেশকে ধ্বংস করে দিয়ে ভারত পালিয়ে গেছেন। ধ্বংসপ্রাপ্ত এ দেশকে পুনর্জীবিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এ ৩১ দফায় জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশের সব সেক্টরে উন্নয়ন করে জনগণের অধিকার নিশ্চিত করে আবারও একটি সমৃদ্ধশালী দেশ উপহার দিবে।
Advertisement
কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও যুবদলের সভাপতি মির্জা বাবু প্রমুখ।
এম এ মালেক/আরএইচ/জিকেএস