খেলাধুলা

আবারও হারলো ম্যানসিটি, এবার অ্যাস্টন ভিলার কাছে

কী হলো ম্যানচেস্টার সিটির? পেপ গার্দিওলার অধীনে এতটা বাজে সময় পার করতে হবে, হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি ম্যানসিটি সমর্থকরা। পরাজয়ের বৃত্ত থেকে বেরই হতে পারছে না তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার অ্যাস্টনভিলার মাঠে গিয়ে ২-১ গোলে হেরে এলো সিটিজেনরা।

Advertisement

এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হারলো তারা। জিতলো মাত্র একটিতে। ৩১ অক্টোবর কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে টটেনহ্যামরে কাছে ২-১ গোলে হার দিয়ে শুরু। এরপর মাঝে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছিলো তারা ৩-০ গোলে। এছাড়া বাকি ১১ ম্যাচে জয়হীন ম্যানসিটি। যার ২টি ড্র, ৯টিতে পরাজয়।

ভিলা পার্কে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির বিপক্ষে অ্যাস্টন ভিলার হয়ে গোল দুটি করেন ১৬তম মিনিটে জন ডুরান এবং ৬৫ মিনিটে মরগ্যান রজার্স। ৯০+৩ মিনিটে ম্যানসিটির হয়ে একটি গোল পরিশোধ করেন ফিল ফোডেন।

এই পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলেও প্রভাব পড়েছে। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে নেমে গেলো ম্যানসিটি। অন্যদিকে অ্যাস্টন ভিলা উঠে গেলো পঞ্চম স্থানে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

Advertisement

টানা পরাজয়ের বৃত্তে বন্দী থাকার পর এবং ১২ ম্যাচে মাত্র একটি জয় সত্ত্বেও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা আশাবাদী, ম্যানসিটি জয়ের ধারায় ফিরবেই এবং পয়েন্ট টেবিলেও এগিয়ে যাবে। তিনি বলেন, ‘এটা (ফল) আসতেও পারে, নাও আসতে পারে। তা পুরোপুরি নির্ভর করে আমাদের ওপর। সমস্যার সমাধান হবে, খেলোয়াড়রা (ইনজুরি থেকে) ফেরার পরই। আমাদের মাত্র একজন সেন্ট্রাল ডিফেন্ডার ফিট রয়েছেন। এ বিষয়টাই আমাদের জন্য প্রতিটি ম্যাচ কঠিন করে তুলছে। ‘

আইএইচএস/এসআর