সাহিত্য

বিভেদ ছাড়ো এবং সার্থক জন্ম

 

বিভেদ ছাড়ো

Advertisement

তুমি জুবায়ের নাকি সাদথাক না এসব বাদ!সকল মুসলিম উম্মতেরইনবি প্রিয় মুহাম্মাদ (সা.)।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়বলেছেন সৃষ্টিকর্তা,ধর্মগ্রন্থ খুলে দেখো ভাইপাবে তুমি সেই বার্তা।

তবু করছো এত খুনাখুনিঝরছে এত রক্ত!কার পেশিতে শক্তি বেশিকে বা কার ভক্ত!

Advertisement

ইসলাম মানে শান্তির দ্বীনগেছেন নবিজি বলে,দ্বীনের পথে থাকলে রবেশান্তির ছায়াতলে।

আমির গরিব বর্ণে গোত্রেকোনো ভেদাভেদ নাই,দুনিয়ায় যত মানুষ আছেসবে মোরা ভাই ভাই।

আমার ধর্ম সকলের সেরাদেখাতে হবে নমুনা,মিছে দম্ভের নেশায় থামুকরক্ত গঙ্গা যমুনা।

ভালোবাসা থাক সবার তরেঘৃণা নয় কারো ’পরে,ধর্মের নামে বিভেদ ছাড়োপ্রেম গড়ো অন্তরে।

Advertisement

****

সার্থক জন্ম

ও আমার স্বদেশ মা গো জন্মভূমিপৃথিবীর সকল দেশের সেরা তুমি।তোমার রূপের শোভা আকুল করাতোমার আলো হাওয়ায় বাঁচা-মরা।

কী সুধা তোমার রূপে গন্ধে মাগোআমারই জন্য তুমি সদাই জাগো।ফুলে ফলে শস্যে ভরা থাকো তুমিমেটে না পিয়াস তোমার চরণ চুমি।

তোমার সবুজ মাঠে সোনা দোলেমাঝিরা গান গায় মন পরান খুলে।তোমার নদী জলে হই শুচি রোজতোমার প্রেমে আমি সদাই অবুঝ।

সার্থক জন্ম মাগো তোমার কোলেশিখেছি মা বলিতে তোমার বোলে।তোমারই জন্য কত মায়ের সন্তানদিয়েছে জীবন তবুও দেয়নি মান।

তোমারই কাছে মাগো নোয়াই মাথাগেয়ে যাই শুধু তোমার জয়গাথা।ঘুমিয়ে গেলে মাগো তোমার বুকেজানি সে অনন্তকাল কাটবে সুখে।

এসইউ/জেআইএম