আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় আরও ২১ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রতিদিনই সেখানে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬১ জন। খবর আল জাজিরার। 

Advertisement

এদিকে দখলদার বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে সাতজনই শিশু। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত খাল্লাহ পরিবারেরর বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতের উদ্ধার করছে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থার সদস্যরা।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এর মধ্যে সাতজনই শিশু। সবচেয়ে বড় শিশুটির বয়স মাত্র ছয় বছর। তিনি জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় আরও ১৫ জন আহত হয়েছে।

Advertisement

ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা হামাসের একটি সামরিক কাঠামোতে কর্মরত বেশ কয়েকজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই অঞ্চলে কর্মরত আইডিএফ সৈন্যদের জন্য হামাস হুমকিস্বরূপ বলেও উল্লেখ করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

সে সময় থেকে এখন পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে মসজিদ, আবাসিক ভবন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে দখলদাররা। গাজাকে এক ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১২ গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত সিরিয়ার ১৮ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে সেখানে ৪৫ হাজার ২২৭ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ৫৭৩ ফিলিস্তিনি।

Advertisement

টিটিএন