খেলাধুলা

চট্টগ্রামকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ইলিমিনেটর ম্যাচে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম বিভাগ। নকআউট পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৭ রানে হারিয়েছে খুলনা। এতে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরোয়া টুর্নামেন্টের উদ্বোধনী আসর থেকে বিদায় হয়ে গেছে চট্টগ্রামের। দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেছে খুলনা।

Advertisement

আজ শনিবার সিলেট একাডেমি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় খুলনা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান তুলতে পারে চট্টগ্রাম।

খুলনার চ্যালেঞ্জিং স্কোর গড়ার কারিগর অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। ৬ চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা।

ওপেনার আজিজুল হাকিম তামিম ১৬ বলে ২০, নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮, ইমরুল কায়েস ১৫ বলে ১৭ ও মোহাম্মদ মিথুন ১২ বলে ১৬ রান করেন।

Advertisement

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬৪ রানে ৫ টপঅর্ডারকে হারায় চট্গ্রাম। ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ বলে ৮, সাদিকুর রহমান ১৪ বলে ১১, শাহাদাত হোসেন দিপু ১৪ বলে ২৩, মুমিনুল হক ৮ বলে ৮ ও ইরফান শুক্কুর ১০ বলে ৭ রান করে সাজঘরে ফেরত যান।

ষষ্ঠ উইকেটে ৫৩ রানের জুটি করেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসান। অনেকটা ধীরগতিতে এই জুটি করেন তারা। যে কারণে শেষ দিকে ম্যাচ হয়ে যায় কঠিন। ১৭তম ওভারে ২৭ বলে ৩৭ রান করে আউট হন ইয়াসির আলী।

দল জেতাতে পারেননি নাইম। ২৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে ৫ রানে অপরাজিত ছিলেন আহমেদ শরিফ।

রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যে প্রথম কোয়ালিয়ারের খেলা চলছে। এই ম্যাচে যে দল হারবে তাদের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে খুলনা। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা যাবে ফাইনালে। আর প্রথম কোয়ালিফায়ারে জেতা দল সরাসরি ফাইনাল খেলবে।

Advertisement

এমএইচ/এমএস