জাতীয়

চান্দগাঁওয়ে তিন আসামি গ্রেফতার

চট্টগ্রামে মারামারির মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতাররা হলেন, চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা ইস্পাহানি জেটি রোডের মৃত সিরাজুল খান ওরফে বাঁচা মিয়ার ছেলে মোহাম্মদ বাদশা মিয়া (৪৬), হামেদ হাসান খানের ছেলে মুনির উদ্দিন খান তানিম (২৩) এবং নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম তারেক (২৮)।

চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার এক মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমআইএইচএস

Advertisement