দেশজুড়ে

দর্শনা চিনিকলে আখ মাড়াই শুরু

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্যদিয়ে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

Advertisement

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র বলেন, আজ থেকে কেরুর চিনিকলের আখ মাড়াইয়ের কাজ শুরু হলো। এ চিনিকলের এমডি এবং আরও যেসব কর্মকর্তারা আছেন, তারা যদি শ্রমিকবান্ধব হন, চিনিকলের উন্নতির জন্য কাজ করেন, তাহলে খুব দ্রুতই সব চিনিকলই লাভের মুখ দেখবে।

তিনি আরও বলেন, ডিস্টিলারি বিভাগে সাধারণত দুটি ভাগ থাকে। একটি ফরেন লিকার আরেকটি কান্ট্রি লিকার। আমরা এরইমধ্যে ফরেন লিকারের পাশাপাশি কান্ট্রি লিকারের ছাড়পত্র পেয়েছি। অতি শিগগির কান্ট্রি লিকার বা দেশীয় মদও ফরেন লিকারের মতো বোতলজাত করা হবে। আমাদের ১৩টি নিজস্ব ওয়্যারহাউজে দেওয়া হবে।

এসময় কেরুর চিনিকলের শ্রমিক-কর্মচারী, আখচাষি ও সর্বস্তরের ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করেন ড. লিপিকা ভদ্র। কেরুর চিনিকল পুনরায় আগের রূপে চালুসহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন তিনি।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী শহিদুল করিম, চুয়াডাঙ্গা জেলা সিনিয়র দায়রা জজ আকবর আলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, প্রধান রসায়নবিদ আনিসুল হক, বৈষম্যবিরোধী আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম অর্ক, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। হুসাইন মালিক/এসআর/এএসএম