জাতীয়

বিওএ ম্যারাথন বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার জলসিঁড়ি আবাসন প্রকল্পে ‘বিওএ ম্যারাথন ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের ম্যারাথনের আয়োজন জনসাধারণকে স্বাস্থ্য সচেতন এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলবে।

আরও পড়ুন ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা, আসামিদের রিমান্ড চাইবে পুলিশ উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

এবারের ম্যারাথনে মোট ৫ হাজার ১১৬ জন ম্যারাথনার ৩ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিওএর কর্মকর্তা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Advertisement

টিটি/কেএসআর/এএসএম