খুবই অস্বাস্থ্যকর বায়ুর মান নিয়ে বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। অন্যদিকে, তলিকার শীর্ষে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী নয়াদিল্লি।
Advertisement
শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।
সংস্থাটির সূচক বলছে, আজ বায়ুদূষণের দিক দিয়ে ঢাকার স্কোর ২৬১। যা বায়ুর মান পরিমাপের ক্ষেত্রে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। শীর্ষে থাকা নয়াদিল্লির স্কোর ৬০৩। তাদের বায়ুর এই মানকে বিপর্যয়কর হিসেবে দেখিয়েছে আইকিউএয়ার।
আরও পড়ুন বায়ুদূষণ রোধে কাজ করবে টাস্কফোর্স: পরিবেশ উপদেষ্টা শীতের শুরুতেই ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, সমাধান কোন পথে? সর্বোচ্চ বায়ুদূষণের এই শহরে এখনো আমরা মরে বেঁচে আছিবায়ুদূষণের তালিকায় ২৩০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দূষণের দিক দিয়ে ঢাকা ও লাহোর দুই শহরই রয়েছে একই ক্যাটাগরিতে। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ঘানার আক্রা ও আফগানিস্তানের রাজধানী কাবুল।
Advertisement
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল স্বাস্থ্যের ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে ওই বায়ু সব ধরণের স্বাস্থ্যের মানুষের জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে অত্যন্ত অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর বলে বিবেচিত হয়।
এএমএ/এসএনআর/জিকেএস
Advertisement