গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা দেখছি, দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যাকাণ্ড চালাচ্ছে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সে বিষয়ে সরকারকে আরও সক্রিয় হতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করতে হবে। কিন্তু সরকার দৃশ্যত কোনো ব্যবস্থা নিতে পারছে না।
Advertisement
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে উনার উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় ভৈরব প্যালেস পার্টি সেন্টারে ছাত্র অধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু হানিফ।
গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ আরও বলেন, আওয়ামী লীগ জুলাই গণহত্যায় নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাদের রাজনীতি করতে দেবে না। কিন্তু দুঃখজনক বিষয়, গণঅভ্যুত্থানের কোনো কোনো নেতা অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করছেন। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগও তাদের খোলস পাল্টে সেই সুযোগ নিচ্ছে।
Advertisement
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সেনাপ্রধান তার বক্তব্যে বলেছিলেন, ৬২৬ জনকে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু তাদের পরবর্তী অবস্থান সম্পর্কে সেনাপ্রধান কোনো বক্তব্য দেননি। আমরা ৬২৬ জনের তালিকা জানতে চাই। তারা কে কোথায় আছেন সেটাও জানতে চাই।
ছাত্রনেতা বিন ইয়ামিন সরকার জুনায়েদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুশফিকুল ইসলাম প্রমুখ।
এসকে রাসেল/এসআর/এএসএম
Advertisement