রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বিআরটিসি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের (৩৫) এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে নিয়ে আসা তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, মতিঝিলের মেট্রো রেলস্টেশনের নিচে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি বিআরটিসি বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, স্থানীয় জনতার কাছে জানতে পারি ওই নারী ভবঘুরে ছিলেন। ওই এলাকায়ই থাকতেন তিনি।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কাজী আল-আমিন/এমআইএইচএস/এএসএম