খেলাধুলা

জিম্বাবুয়েকে ৫৪ রানে গুটিয়ে রেকর্ডগড়া জয় আফগানিস্তানের

সিরিজের প্রথম ওয়ানডেতেও জিম্বাবুয়ে বেশ কোণঠাসা অবস্থায় ছিল। বৃষ্টি যেন সেবার বাঁচিয়ে দেয় স্বাগতিকদের। জিম্বাবুয়ে ৫ উইকেটে ৪৪ রান তোলার পর আর খেলা হয়নি। ফলে পরিত্যক্ত হয় ম্যাচটি।

Advertisement

দ্বিতীয় ওয়ানডেতে এসে আর রক্ষা হলো না জিম্বাবুয়ের। তাদের মাত্র ৫৪ রানে গুটিয়ে রেকর্ডগড়া এক জয় পেলো আফগানিস্তান। হারারেতে আফগানরা জিতেছে ২৩২ রানে। রানের হিসেবে ওয়ানডেতে এটিই তাদের সবচেয়ে বড় জয়।

টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। নবীশ দুই ওপেনার সেদিকুল্লাহ অটল আর আবদুল মালিকের ব্যাটে উদ্বোধনী জুটিতেই ১৯১ রান তোলে সফরকারীরা।

আবদুল মালিক সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৪ রানে সাজঘরে ফেরেন। তবে অটল ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে খেলতে নেমে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১২৮ বলে ১০৪ রানের ইনিংসে ছিল ৮ চার আর ৪ ছক্কার মার।

Advertisement

পরের দিকে অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি ৩০ বলে অপরাজিত ২৯ আর মোহাম্মদ নবি ১৬ বলে করেন ১৮ রান।

জিম্বাবুয়ের নিউম্যান নিয়ামহুরি ৩টি আর ট্রেভর গোয়ান্দু নেন ২টি উইকেট।

জবাবে আফগান বোলারদের তোপে ১৭.৫ ওভারে ৫৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলের এগার ব্যাটারের মধ্যে কেবল দুজন দুই অংক ছুঁতে পেরেছেন। তারা হলেন-শন উইলিয়ামস (১৬) আর সিকান্দার রাজা (অপরাজিত ১৯)।

আফগানিস্তানের এএম গজনফর ৯ রানে ৩টি আর নাভিদ জাদরান ১৩ রানে শিকার করেন ৩ উইকেট।

Advertisement

এমএমআর/এএসএম