রাজধানীর বাড্ডা থানার আফতাবনগরের বটতলা এলাকায় বিদ্যুতের খুঁটির চাপায় মনির হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advertisement
মনির হোসেন পটুয়াখালীর মির্জাগঞ্জের সুলতানাবাদ গ্রামের কাজেম আলীর ছেলে। বর্তমানে মিরপুর-১ নম্বর এলাকায় একটি ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকতেন। মনির তিন ছেলে-মেয়ের জনক ছিলেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনির হোসেনের বেয়াই আবুল কালাম জানান, মনির ওয়াসার শ্রমিক হিসেবে কাজ করতেন। দুপুরে ওয়াসার লাইনের কাজ করার সময় পাশে থাকা বিদ্যুতের খুঁটির নিচে তিনি চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম