দেশজুড়ে

অনুপস্থিত থেকেও ৩ বছর ধরে বেতন তুলছেন শিক্ষক, সহায়তা করেন অধ্যক্ষ

ফরিদপুরের মধুখালীর আখচাষী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এক শিক্ষক প্রায় তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। থাকে প্রবাসে। তারপরও অধ্যক্ষের সঙ্গে যোগসাজশ করে বেতন উত্তোলন করছেন।

Advertisement

১৯৯৫ সালে আখচাষী মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাধ্যমিক ও ডিগ্রি মিলিয়ে শিক্ষার্থী রয়েছে চার শতাধিক। শিক্ষক রয়েছেন ৩০ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আব্দুল কাদের সিদ্দিকী ২০১৬ সালের ২৭ ডিসেম্বর যোগদান করেন। ২০১৮ সালের ১ মার্চ এমপিওভুক্ত হন। এরপর কোনো ধরনের ছুটি না নিয়েই ২০২১ সালের অক্টোবর থেকে অনুপস্থিত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তবে কলেজে অনুপস্থিত থাকলেও নিয়মিত হয়েছে তার এমপিওভুক্তির বেতন।

অভিযোগ উঠেছে, কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামীর যোগসাজশে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থেকেও দীর্ঘদিন তার বেতন শিটে ভুয়া সই করে দিয়েছেন অধ্যক্ষ। এটি ছাড়াও অধ্যক্ষের বিরুদ্ধে অন্যান্য শিক্ষকদের গালিগালাজ, শারীরিক ও মানসিক নির্যাতন, মহিলা শিক্ষকদের হয়রানি এমনকি হিজাব নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ উঠেছে।

Advertisement

বেতন শিটে অনুপস্থিত শিক্ষকের নাম লিখে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী। তিনি বলেন, গভর্নিং বডি বেতন চালু রেখেছে। তবে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ ও অর্থ আত্মসাতের বিষয়টি সত্য নয় বলে দাবি করেন।

কলেজ পরিচালনা বোর্ডের সাবেক সভাপতি মির্জা নাহিদা হোসেন আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বর্তমান কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, অভিযোগের বিষয়ে শিক্ষকরা তাকে জানিয়েছেন। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অনিয়মগুলো খতিয়ে দেখবেন।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

Advertisement