গণঅভ্যুত্থানের পর বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের নতুন চেয়ারম্যান ও সদস্যরা নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। নতুন নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছেন তারা।
Advertisement
সংস্কারের অংশ হিসেবে এবার বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) তিন ধাপে নেওয়ার পরিকল্পনা করেছে পিএসসি। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের আগে জ্ঞান, দক্ষতা ও মানসিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তিনি বলেন, চাকরিপ্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষা আরও বেশি গ্রহণযোগ্য করতে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। তিন ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টিও এ পরিকল্পনার অংশ। প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি। এটা বাস্তবায়ন হলে তা সবাইকে জানানো হবে।
আরও পড়ুন বিসিএসে প্রিলিতে একবার পাস করলেই ৩ বার লিখিত-মৌখিক পরীক্ষাতিন ধাপে ভাইভা হলে, কোন ধাপের পরীক্ষায় কী যাচাই করা হবে—এমন প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, প্রথম ধাপে পরীক্ষক প্রার্থীর জ্ঞানের পরিধি কতটুকু সেটি যাচাই করবেন। দ্বিতীয় ধাপে প্রার্থীর সাধারণ জ্ঞান দক্ষতা যাচাই করা হবে। আর তৃতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে। এগুলো প্রাথমিক আলোচনা। এতে পরিবর্তনও আসতে পারে।
Advertisement
এর আগে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ১০০ করা হয়েছে। তাছাড়া আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করেছে সরকার।
অন্যদিকে পিএসসির পরিকল্পনার মধ্যে রয়েছে, একবার লিখিত পাস করলে তিনবার মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়া, বিসিএসের সব পর্যায়ের উত্তরপত্র (খাতা) চ্যালেঞ্জের সুযোগ এবং জট কাটিয়ে দ্রুত বিসিএস শেষ করতে লিখিত পরীক্ষার খাতা দুই পরীক্ষকের বদলে এক পরীক্ষককে দিয়ে মূল্যায়ন ইত্যাদি।
এএএইচ/বিএ
Advertisement